December 1, 2023, 12:10 pm
ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ এসসি বাড়ই এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শুভ শঙকর গুহ রায় এর সঞ্চলনায় মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে এই সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার নেতা নিরঞ্জন সিংহ,তপন চক্রবর্তী,প্রশান্ত রায়,ববিতা বর্র্মন, চন্দন চক্রবর্তি,কবি সুকুমার দাস,ক্রিড়াবিদ গোপাল তেওয়ারী,পরিমল প্রসাদ রাজ,শ্যামল কবিরাজ,সুরেশ রায় প্রমূখ।