December 8, 2023, 10:16 am
যমুনা নিউজ বিডিঃ বান্দরবানের জামছড়িতে এক জুমচাষিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জুমচাষির নাম সুইচিং মং মারমা (৪০)। তিনি জামছড়ি এলাকার মৃত খিদু মারমার ছেলে।
স্থানীয়রা জানান, রাত দুইটার সময় বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর জামছড়ির বাঘমারা হেডম্যান পাড়ায় সুইচিং মং মারমার বাড়িতে মুখোশ পরা তিন ব্যক্তি ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। কারা তাকে হত্যা করেছে এখােও জানা যায়নি।
বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। তবে এখনো হত্যার কারণ জানতে পারিনি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’