December 8, 2023, 12:52 pm
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বড়বিল এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, শুক্রবার ভোরে নাটোরের গুরুদাসপুর থেকে মাছ নিয়ে একটি মিনি ট্রাক ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের বডবিল এলাকায় ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। পরে চাকা মেরামতের করার সময় পেছন দিক থেকে আসা অপর একটি পরিবহন ট্রাকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ট্রাকের দুইজন নিহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানায় নিয়ে আসে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছ বলেও জানান মো. লুৎফর রহমান।