December 8, 2023, 8:25 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সরকারী আযিযুল হক কলেজের এইচএসসি ১৯৯৭ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে পুরাতন ভবন ক্যাম্পাসে। মঙ্গলবার (১২ জুলাই) সকালে ওই ব্যাচের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে হাজির হন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী এরপর দিনভর নানান আয়োজনে আনন্দ-উৎসবে মেতে ওঠেন তারা।
সকালে নিজেদের ব্যাচের লোগো সম্বলিত টিশার্ট পড়ে পুরাতন ভবন মাঠে সমাবেশ করেন তারা। কেক কেটে ও বেলুন ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শাজাহান আলী এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুল কাদের । পরে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আনন্দ র্যাল বের হয়। আনন্দ র্যালীটি প্রধান সড়কে ঘুরে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
রজতজয়ন্তীর আয়োজকরা জানান, ১৯৯৭ সালে বগুড়া সরকারী আযিযুল হক কলেজ থেকে যারা এ্ইচএসসি পরীক্ষা দেন। তাদের নিয়ে আজকের আয়োজন এর তাদের মধ্যে অনেক সহপাঠী মারা গেছেন। অনেকে দেশের বাইরে রয়েছেন। রজতজয়ন্তী উপলক্ষে ১৯৯৭ ব্যাচের সহপাঠীরা অংশ নেন।