December 8, 2023, 12:56 pm

ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত ১০

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনের পূর্বাঞ্চলের চাসিভ ইয়ার শহরের একটি পাঁচতলা ভবনে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সংস্থার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো টেলিগ্রাম পোস্টকে বলেন, ‘চাসিভ ইয়ার শহরে শনিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে ৩৬ জনের মতো মানুষ আটকে থাকতে পারে।’

পাভলো কিরিলেনকো জানান, ধ্বংসস্তূপের নিচে থাকা দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে উদ্ধারকারীরা।

চাসিভ ইয়ার শহরটি ক্রামতোর্স্কের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। দুদেশের যুদ্ধে বিশ্বজুড়েই দেখা দিয়েছে নানান সংকট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD