December 8, 2023, 12:08 pm
যমুনা নিউজ বিডিঃ দেশের কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কয়েকজন কেন্দ্রীয় নেতা কারাগারে বন্দি আছেন। তাদের মুক্তি দাবি করেছে সংগঠনটি।
শুক্রবার সন্ধ্যায় হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী প্রেরিত এক যৌথ বিবৃতিতে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ দাবি করেন।
এছাড়া ঈদের দিন দেশের কল্যাণ ও বন্যাকবলিত মানুষের জন্য দোয়া করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।