December 3, 2023, 8:03 am
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ঐতিহাসিক মহাস্থান প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটির পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এম.পি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার দুপুর ১টায় মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর নেতৃত্বে মহাস্থান মর্নিং সান কেজি স্কুল এ্যান্ড হাইস্কুলে এমপির নিজস্ব কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় এমপি শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেন, ঐতিহাসিক মহাস্থান এলাকায় প্রেসক্লাবের সাংবাদিকেরা নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের নেতৃত্ব দিচ্ছেন এটি নিসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে মহাস্থানের ইতিহাস তুলে ধরে আপনাদের লিখনির মধ্যদিয়ে মহাস্থানকে আরও সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম সাজু, সহ-সভাপতি তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এস আই সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্য গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক কেএম আমিনুল ইসলাম রতন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত সজল, প্রচার সম্পাদক আব্দুল বারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনসুর রহমান আকাশ, নির্বাহী সদস্য ও মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাসেত, এম এ হান্নান প্রাং টগর, আজিজুল হক বিপুল, সদস্য শাকিকুল ইসলাম শাকিল প্রমূখ।