December 8, 2023, 1:45 pm
আরিয়ানের মাদক মামলার পর ফের আইনি জটে কিং খান। না, আবার নতুন করে কিছু ঘটেনি। অভিনেতার বিরুদ্ধে বহুদিনের মানহানি মামলা ফের উস্কে দিল হাইকোর্ট। তবে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচলেন শাহরুখ।
২০১৭ সালে মুক্তি পায় শাহরুখ খানের ‘Raees’। ছবিতে অভিনেতার অনুপ্রেরণা ছিল গ্যাংস্টার আবদুল লতিফ। ২০১৬ সালে গ্যাংস্টার লতিফের ছেলে মুস্তাক আহমেদ অভিনেতার বিরুদ্ধে ১০১ কোটি টাকা মানহানি মামলা ঠুকে দেয়। তাঁর দাবি ছিল, “শাহরুখ অভিনীত এই ছবি তাঁর এবং তাঁর বাবা ও পরিবারের সম্মানহানি করেছে।” তারপরেই শুরু হয় মামলা।
তবে বর্তমানে স্বস্তিতে শাহরুখ ও ছবি নির্মাতারা। ১০১ কোটির মানহানির মামলায় নিম্ন আদালতের নির্দেশে অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারি করল গুজরাত হাইকোর্ট। কারণ ২০১৬ সালে মুস্তাক আহমেদের ছেলে এই মামলা দায়ের করেছিল, কিন্তু দুর্ভাগ্য বশত ২০২০ সালেই তাঁর মৃত্যু হয়। এরপর তাঁর স্ত্রী এবং দুই মেয়ে ফের আদালতের দারস্থ হয়। কিন্তু যেহেতু ক্ষতিপূরণের মামলা কোনও ব্যক্তির মারা যাওয়ার সাথে সাথেই সেহেতু এই মামলার আর কোনো ভিত্তি নেই।