April 25, 2024, 5:11 pm

আরো ৩ পোর্টাল ও ১৫ পত্রিকার অনলাইনের অনুমোদন

যমুনা নিউজ বিডিঃ নতুন করে আরো তিনটি নিউজ পোর্টাল এবং ১৫টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে জারি করা দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এসব পোর্টাল ও দৈনিকের অনলাইন সংস্করণকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিউজ পোর্টাল তিনটি হলো- শীর্ষ সংবাদ ডটকম, এইচবিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও শেয়ার বাজার নিউজ ডটকম।

এছাড়া যেসব পত্রিকার অনলাইন সংস্করণ অনুমতি পেয়েছে সেগুলো হচ্ছে- দৈনিক সকালের সময়, দৈনিক অগ্রসর, দৈনিক মাতৃভূমির খবর, দৈনিক বর্তমান কথা, দৈনিক আমাদের বাংলা, দৈনিক কুমিল্লার কাগজ, সাপ্তাহিক অন্যধারা, দৈনিক করতোয়া, দৈনিক ফুলকি, দৈনিক জননেত্র, দৈনিক পল্লী বাংলা, দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক আমাদের ব্রাহ্মণবাড়িয়া, দৈনিক মাধুকর ও দ্য নিউ নেশন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD