December 8, 2023, 1:12 pm
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চৌকিরহাট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই উপজেলার কাশিপুর পশ্চিমপাড়ার আব্দুল মতিনের ছেলে আব্দুল মোতালেব (২২) ও মুরাদপুর দক্ষিণপাড়ার নান্নু মিয়ার ছেলে সিহাব আহমেদ (২৫)কে গ্রেফতার করা হয়।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে তাদের একটি টিম শিবগঞ্জের চৌকিরহাট ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ব্রিজের উত্তর বগুড়া-রংপুর মহাসড়কের কাগইল্গামী রাস্তার মুখে ওই দুই যুবককে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হওয়া ওই দুই আসামীর বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।