March 29, 2024, 5:40 am

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারতে পাচারকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী একটি চরে অভিযান চালিয়ে দশটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের একটি টহল দল। জব্দ স্বর্ণের ওজন ১ কেজি ১শ’৬৬ গ্রাম ও মূল্য ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা।

আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের একটি চরে ওই অভিযান চালানো হয়। তবে বিজিবি’র চ্যালেঞ্জের মুখে হাতে একটি ব্যাগে করে স্বর্ণ নিয়ে আসার পথে এক চোরাকারবারি ব্যাগ ফেলে কাশবনের মধ্যে দিয়ে লুকিয়ে গেলে তাকে আটক করতে পারেনি বিজিবি।

আজ বুধবার (৩০ আগস্ট) বেলা ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩’বিজিবি) সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে একটি স্বর্ণের চালান ভারতে পাচারের সম্ভাবনা রয়েছে এমন জানার পর জহুরপুরটেক সীমান্ত চৌকির একটি টহল দল ওই চরে ওঁৎপাতে।

সকালে এক ব্যক্তি ব্যাগ হাতে আসার সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে কাশবনের মধ্যে পালিয়ে গেলে তাকে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD