March 29, 2024, 5:51 am

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথমটিতে জয়ের পর সবশেষ তিনটিতেই হেরেছে টাইগাররা, সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইয়ে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজ দলের। এবারের আসরে চার ম্যাচ খেলে তিনটিতেই দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় তিনে অবস্থান করছে প্রোটিয়ারা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম। চোটের কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে খেলতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরছেন তিনি। আর প্রটিয়াদের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে নেই তাওহিদ হৃদয়।

এদিকে বাংলাদেশের মত দক্ষিণ আফ্রিকাও আজ একাদশে পরিবর্তন নিয়েই মাঠে নামছে। চোট থাকায় আজ টাইগারদের বিপক্ষে খেলতে পারবেন না লুঙ্গি এনগিডি। তাঁর পরিবর্তে আজ খেলবেন আরেক পেসার লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজার্ড উইলিয়ামস।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD