বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৩:২৫ পূর্বাহ্ন
যমুনা নিউজ বিডিঃ করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা ও মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে লোহাগাড়ায় অভিযান চালানো হয়েছে। আজ (৬ এপ্রিল) মঙ্গলবার সকল থেকে উপজেলার বটতলী মোটর স্টেশন ও পদুয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচলানা করেছে উপজেলা প্রশাসন। এসময় ১২ দোকানদারকে ১৬৫০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব জিতু। এছাড়াও একই সময় অভিযান পরিচালনা করেন নির্বাহী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। এ সময় জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।