বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০২:২২ পূর্বাহ্ন
যমুনা নিউজ বিডি ঃ বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে পুকুরে ডুবে দুইবোনসহ ৩ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে চরমোনাই ইউনিয়নের উত্তর রাজারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, উত্তর রাজারচরের ফকির বাড়ি এলাকার বাসিন্দা আঃ বাতেন মিয়ার মেয়ে হাফিজা (৭) ও হাফসা (৫) এবং একই এলাকার মোজাম্মেল হকের মেয়ে উর্মি (৭)।
চরমোনাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান জানান, ওই তিন শিশু খেলা করছিলো। খেলার ছলে বেলা আড়াইটার দিকে সকলের অগোচেরে পার্শ্ববর্তী একটি পুকুরে পরে যায়। অনেক খোজাখুজির পর ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, হাফিজা (৭) ও তার ছোট বোন হাফসা (৫) নামের দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। কিন্তু তাদেও হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিলো।