April 18, 2024, 11:01 am

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আসুন: প্রধানমন্ত্রী

গণভবনে বুধবার এক অনুষ্ঠানে বিএবির সদস্য ৩২টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল হস্তান্তর করা হয়।

দেশের শিল্প উদ্যোক্তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সদস্যদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করুন।”গণভবনে এ অনুষ্ঠানে বিএবির সদস্য ৩২টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল হস্তান্তর করা হয়। তৃণমূল পর্যায়ের নাগরিকদের সক্ষমতা অর্জনে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বিএবি সদস্যদের বলেন, “আগামীতে যেন দরিদ্র মানুষকে কম্বল দিতে না হয়।”বিএবি সদস্যদের নিজ নিজ এলাকায় সমাজসেবামূলক কাজ করতেও তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলের উন্নয়নের ওপর গুরুত্ব দেন এবং ব্যাংকারদের নিজ নিজ এলাকার বিনিয়োগে উৎসাহ দেন। তিনি বলেন, নির্দিষ্ট এলাকায় না করে পুরো দেশে শিল্পায়ন করতে হবে। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগেরও তাগিদ দেন শেখ হাসিনা। এর আগে শ্রীলঙ্কার বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল জিপি বুলাথসিঙ্ঘালা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD