April 19, 2024, 9:37 pm

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামীলীগ বিএনপির কর্মসূচী সংঘর্ষের আশঙ্কা

নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও শ্রমিক লীগের কর্মসূচিকে কেন্দ্র করে  দুই পক্ষের নেতাকর্মীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় তারা সংঘর্ষে লিপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন দুই পক্ষের নেতাকর্মীরা।

সম্প্রতি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দিন দিন উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ।

জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম এবং মনির হোসেন হত্যার প্রতিবাদ বুধবার বিকেলে  নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা।

এদিকে জাতীয় শ্রমিকলীগ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে শোকাবহ আগস্ট উপলক্ষে শোকসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।

দুই রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে নেতাকর্মীরাদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। যেকোনো সময় তাদের মধ্যে সংঘর্ষ বাধতে পারে। তবে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্তিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে।

জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে আমাদের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পূর্বনির্ধারিত। শান্তিপূর্ণ পরিবেশে আমরা সমাবেশ করব।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, শোকাবহ আগস্ট উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ মাসব্যাপি নানা কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে উপজেলা জাতীয় শ্রমিক লীগ শোকসভার আয়োজন করেছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের কর্মসূচির কথা আমার জানা আছে। বিএনপি কোথায় কর্মসূচি পালন করছে তা জানা নাই। তবে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি  ঘটাতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD