Home / সারাদেশ / খুলনা বিভাগ / ৫০ টাকায় গরুর চামড়া বিক্রি, যাতায়াত খরচ ১০০

৫০ টাকায় গরুর চামড়া বিক্রি, যাতায়াত খরচ ১০০

যমুনা নিউজ বিডিঃ পশুর চামড়ার দরপতনে এ ব্যবসায় ধস নামায় খুলনা শের-ই বাংলা রোডের চামড়ার আড়তগুলোর বেশির ভাগই বন্ধ হয়ে গেছে।

আড়তদারদের বড় অংশই ব্যবসা পরিবর্তন করে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন। ফলে এবার ঈদে আগের মতো আয়োজন করে পশুর চামড়া কিনতে দেখা যায়নি।

খুলনার খালিশপুরের বাসিন্দা আবদুস সোবাহান নিজের কোরবানি করা গরুর চামড়া ইজিবাইকে করে নিয়ে এসেছিলেন শের-ই বাংলা রোডের আড়তে বিক্রি করতে। ৫০ টাকায় ইজিবাইক ভাড়া করে এসে সেই চামড়া বিক্রি করতে হয়েছে ৫০ টাকায়। ফলে ৫০ টাকার চামড়া বিক্রিতে যাওয়া ও আসায় তাঁর খরচ হয়েছে ১০০ টাকা।

খুলনা চামড়া আড়ত মালিক সমিতির সভাপতি আমান উল্লাহ জানান, ট্যানারি থেকে টাকা না পাওয়ায় অনেক আড়তদার অন্য পেশায় চলে গেছেন।

Check Also

১৫ আগস্ট ঘিরে ধানমণ্ডি ও বনানীর হোটেল-মেসে তল্লাশি

যমুনা নিউজ বিডিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com