Home / অপরাধ-আদালত / ২৪ ঘণ্টায় ৫০ জন গ্রেপ্তার ফরিদপুরে

২৪ ঘণ্টায় ৫০ জন গ্রেপ্তার ফরিদপুরে

যমুনা নিউজ বিডি ঃ ফরিদপুর জেলার বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রয়, সেবন এবং বিভিন্ন মামলায় ৫০ জনকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ। এ ব্যাপারে আটটি মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুরের ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার (ডিআইও -১) মো. আসলাম হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ পাঁচজন মাদক বিক্রেতা ও দুইজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। এ সময় ১৭ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে চারটি মাদক মামলা হয়েছে।

এ ছাড়া নিয়মিত মামলা, গ্রেপ্তারি ও সাজা পরোয়ানাভুক্ত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ব্যাপারে চারটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিআইও।

Check Also

আজও ঢাকা-রংপুর রেল যোগাযোগ বন্ধ

বগুড়া প্রতিনিধি :বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া রেলস্টেশনের নিকটবর্তী একটি রেল ব্রিজ দেবে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো …

Powered by themekiller.com