Breaking News
Home / জাতীয় / ১৭ ফেব্রুয়ারি শুরু হজ নিবন্ধন

১৭ ফেব্রুয়ারি শুরু হজ নিবন্ধন

যমুনা নিউজ বিডি : চলতি বছরে-২০১৯ সালে হজে গমনেচ্ছুদের জন্য নিবন্ধন বৃহস্পতিবার শুরু হচ্ছে। চলবে ৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য সর্বশেষ প্রাক নিবন্ধনের ক্রমিক নম্বর ২২ হাজার ৭৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বশেষ ক্রমিক নম্বর চার লাখ ৭৯ হাজার ৮১৫।

এ সময়ের মধ্যে নির্ধারিত ক্রমিকের মধ্যে উল্লিখিত প্রাক নিবন্ধিত কোনো ব্যক্তি নিবন্ধন সম্পন্ন না করলে তার পরিবর্তে জাতীয় হজ ও ওমরার নীতি সংশোধিত ১৪৪০ হিজরি ২০১৯ খ্রিস্টাব্দ এর ৩.১.৮ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী ক্রমিকের প্রাক নিবন্ধিত ব্যক্তিদের নিবন্ধনের জন্য আহ্বান জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Check Also

ঋণ খেলাপির সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই : অর্থমন্ত্রী

যমুনা নিউজ বিডি: দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর সুদের হার একক ডিজিটে অর্থাৎ শতকরা ৯ ভাগে নামিয়ে …

Powered by themekiller.com