Breaking News
Home / স্বাস্থ্যসেবা / হাত-পায়ের আঙুলে র‌্যাশ, যে তথ্য দিলেন বিজ্ঞানীরা

হাত-পায়ের আঙুলে র‌্যাশ, যে তথ্য দিলেন বিজ্ঞানীরা

যমুনা নিউজ বিডিঃ সম্প্রতি প্রায় ১৬০০ জনের উপর সমীক্ষা চালিয়ে ‘কোভিড সিমটম স্টাডি’-র সঙ্গে যুক্ত একদল বিজ্ঞানী কোভিডের একটি নতুন লক্ষণ বা উপসর্গের তথ্য জানালেন। জেনে নিন সে সম্পর্কে।
এই লক্ষণ বা উপসর্গ দেখে অনেকেই একে সাধারণত ত্বকের সমস্যা বা চর্মরোগ বলে ভুল করতে পারেন। তবে বিজ্ঞানীদের দাবি, এগুলো করোনার প্রাথমিক উপসর্গ হতে পারে!
‘কোভিড সিমটম স্টাডি’-র সঙ্গে যুক্ত গবেষকদের দাবি, হাত ও পায়ের আঙুলের উপর লালচে র‌্যাশ বা লালচে হয়ে ফুলে ওঠা করোনার প্রাথমিক উপসর্গ হতে পারে!
‘কোভিড সিমটম স্টাডি’-র সঙ্গে যুক্ত গবেষকরা জানান, করোনার এই ধরনের উপসর্গ সাধারণত শিশু ও কিশোরদের মধ্যেই বেশি দেখা গিয়েছে।
গবেষকদের মতে, এই ধরনের লালচে র‌্যাশ কোনও ত্বকের সমস্যা বা চর্মরোগের কারণেও হতে পারে। তবে হঠাৎ করে এই রকম র‌্যাশ বেরলে বা লালচে হয়ে ফুলে উঠলে পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।

 

Check Also

অশ্বগন্ধার উপকারিতা

যমুনা নিউজ বিডিঃ অশ্বগন্ধা একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের পাতা সেদ্ধ করলে ঘোড়ার মূত্রের মতো …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com