যমুনা নিউজ বিডি ঃ শিশু দেব দত্তের হত্যাকারীদের কঠোর শাস্তি দেয়া হবে। তাদের কোনো ছাড় দেয়া হবে না। যাতে করে এ ঘটনা আর কোথাও কেউ না ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়ায় শিশু দেব দত্তের পরিবারকে শান্তনা দিতে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ প্রমুখ।
গত শনিবার ৯ জুন সকালে মিরপুর উপজেলার চিথলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্তকে (৯) অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার ১৭ দিন পর সোমবার ২৫ জুন দুপুরে পুলিশ একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় দেব দত্তের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।