Breaking News
Home / সারাদেশ / সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু

যমুনা নিউজ বিডি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগের নেতাসহ ৩ জন নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, আজ শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলার শাহপুর এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাক অপরদিক আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল তিন আরোহীর মধ্যে কসবার কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন ঘটনাস্থলেই নিহত হয়।

মোটরসাইকেল আরোহী এনামুল হক ফয়সল ও সজলকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে আহত ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Check Also

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, ট্রাক ভাঙচুর

যমুনা নিউজ বিডি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বাস মালিক ও …

Powered by themekiller.com