Breaking News
Home / খেলাধুলা / ‘স্পাইডারম্যান’ ডি ভিলিয়ার্স নিলেন আইপিএলের সেরা ক্যাচ

‘স্পাইডারম্যান’ ডি ভিলিয়ার্স নিলেন আইপিএলের সেরা ক্যাচ

যমুনা নিউজ বিডি ঃ আইপিএলের চলতি একাদশ আসরের ৫১তম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। হায়দরাবাদের ইনিংসের ৮ম ওভার। ব্যাটিং প্রান্তে আলেক্স হেলস। ওভারের শেষ বলে হেলসের মারা ওই শটটা ডিপ মিডউইকেট বাউন্ডারির ধারে শূন্যে প্রায় ৪ ফুট লাফিয়ে উঠে ধরে নেন ডিভিলিয়ার্স। ঠিক যে ভাবে চুম্বক লোহাকে আকর্ষণ করে। একশ গজের ওপর দৌড়ে এসে ডিভিলিয়ার্সকে জড়িয়ে ধরেন কোহালি।

বৃহস্পতিবারের নাটকীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৩ রানে হারিয়ে প্লে-অফের আরও কাছে চলে এল ব্যাঙ্গালুরু। ২ পয়েন্ট পাওয়াই নয়, ভালো নেট রানরেট থাকায় লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন কোহালিরা। ১৯ তারিখ রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে প্লে-অফে ওঠার খুব ভালো সম্ভাবনা তৈরি হয়ে যাবে তাদের। তবে এদিন এসব হিসাব নিকাশ ছাপিয়ে আলোচনায় চলে আসে প্রোটিয়া হার্ডহিটারের ওই ক্যাচ। ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি প্রশংসায় ভাসান এবিকে।

কোহলি বলেন, ”সাধারণ মানুষ ও সব করতে পারে না। ক্যাচটা নিল যেন একেবারে স্পাইডারম্যান! পাশাপশি এবির শট আমাকে এখনও মুগ্ধ করে রেখেছে।’

আর ম্যাচের সেরা ডিভিলিয়ার্স বলেন, ‘স্টেডিয়াম জুড়ে দর্শকদের মুখে আমার নাম শুনতে শুনতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। তবে আমি মানুষই! আমার লক্ষ্য থাকে বোলারদের ওপর চাপ তৈরি করা। ক্যাচটা কঠিন ছিল না। আমি যে ভাবে ধরলাম, তাতে কঠিন দেখাল। ভাগ্য ভাল যে, বলটা হাতে আটকে গিয়েছিল।’

Check Also

রিয়ালের কষ্টার্জিত জয়, পয়েন্ট টেবিলে উন্নতি

যমুনা নিউজ বিডি:  লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২-০ গোলের কষ্টার্জিত জয়ের পর লিগ টেবিলে উন্নতি হয়েছে …

Powered by themekiller.com