Home / জাতীয় / স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান করোনায় মারা গেছেন

স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান করোনায় মারা গেছেন

যমুনা নিউজ  বিডিঃ করোনাভাইরাস (কোভিড-১৯) এর সঙ্গে প্রায় একমাস লড়াই করে শেষ পর্যন্ত মারা গেলেন স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্কয়ার হাসপাতালে কর্মরত তার স্ত্রী গাইনী চিকিৎসক ডা. খালেদা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান: ডা. মির্জা একমাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইতে চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Check Also

ক্যাসিনো থেকে করোনা, এরপর কী?

যমুনা নিউজ বিডি ডেস্কঃ দেশে এই করোনাকালেও দুর্নীতি থেমে নাই। সর্বশেষ বেসরকারি রিজেন্ট হাসপাতালে সাড়ে …

%d bloggers like this:

Powered by themekiller.com