Home / আন্তর্জাতিক / সৌদিতে ঈদুল আযহা ২১ আগস্ট

সৌদিতে ঈদুল আযহা ২১ আগস্ট

যমুনা নিউজ বিডি ঃ সৌদি আরবে ঈদুল আযহা ২১ আগস্ট মঙ্গলবার পালন করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী আজ রবিবার সে দেশে যিলহজের প্রথম দিন।

সৌদি প্রেস অ্যাজেন্সির খবরে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে সেই খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আদালতেও সেই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশের চাঁদ দেখা কমিটির বেশ কয়েকজন নতুন চাঁদ দেখেছেন। তার পরই এ ধরনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট।

Check Also

ভারতকে পাক সেনাবাহিনী, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত’

যমুনা নিউজ বিডি ডেস্ক :  ভারতের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। …

Powered by themekiller.com