Home / বিনোদন / সোনমের হাতে লেগেছে মেহেদির ছোঁয়া

সোনমের হাতে লেগেছে মেহেদির ছোঁয়া

যমুনা নিউজ বিডি ঃ অনিল কাপুরের বাড়িতে শুরু হয়ে গেছে ‘প্রি ওয়েডিং সেরেমনি’। রবিবার, সন্ধ্যায় অনিল কাপুরের বাংলোয় এসে পৌঁছেছেন বাড়ির হবু জামাই আনন্দ আহুজা। শুরু হয়ে গেছে সোনমের বিয়ের মেহেদি অনুষ্ঠান। আনন্দ আহুজার নামের মেহেদির রং লেগেছে সোনমের হাতে। খুশির সেই মুহূর্তের ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন সোনম কাপুর।

শুধু সোনমই নন, বোনের বিয়ের মেহেদি করা শুরু করে দিয়েছেন সোনমের বোনেরা। জাহ্নবী, খুশি, শানায়া কাপুর সহ কাপুর পরিবারের আরও অনেকেই।

শুধু সোনমের বাড়ির লোকেরাই নন। অনিল কাপুরের বাংলোয় এসে হাজির হয়েছে। করণ জোহর, কিরণ খের সহ আরও অনেকেই। জিনিউজ

Check Also

সালমানকে হত্যার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছিল

যমুনা নিউজ বিডি ঃ মাস দুইয়েক হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েছে গ্যাংস্টার …

Powered by themekiller.com