Breaking News
Home / বিনোদন / সোনমের হাতে লেগেছে মেহেদির ছোঁয়া

সোনমের হাতে লেগেছে মেহেদির ছোঁয়া

যমুনা নিউজ বিডি ঃ অনিল কাপুরের বাড়িতে শুরু হয়ে গেছে ‘প্রি ওয়েডিং সেরেমনি’। রবিবার, সন্ধ্যায় অনিল কাপুরের বাংলোয় এসে পৌঁছেছেন বাড়ির হবু জামাই আনন্দ আহুজা। শুরু হয়ে গেছে সোনমের বিয়ের মেহেদি অনুষ্ঠান। আনন্দ আহুজার নামের মেহেদির রং লেগেছে সোনমের হাতে। খুশির সেই মুহূর্তের ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন সোনম কাপুর।

শুধু সোনমই নন, বোনের বিয়ের মেহেদি করা শুরু করে দিয়েছেন সোনমের বোনেরা। জাহ্নবী, খুশি, শানায়া কাপুর সহ কাপুর পরিবারের আরও অনেকেই।

শুধু সোনমের বাড়ির লোকেরাই নন। অনিল কাপুরের বাংলোয় এসে হাজির হয়েছে। করণ জোহর, কিরণ খের সহ আরও অনেকেই। জিনিউজ

Check Also

কার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন মোনালিসা

যমুনা নিউজ বিডি:  ভারতের কলকাতার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজনের ঝুমা বৌদি ওরফে …

Powered by themekiller.com