যমুনা নিউজ বিডিঃ সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জে রড বোঝাই ট্রাক উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (১ জুলাই) দুপুরে নতুন চৌপথি বাসস্ট্যান্ড থেকে বুড়িরহাট রোডের অনন্তপুর ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরহাদ (২৮), অনিল রায় (৫০), আবু বক্কর (৪২) ও খয়রাত আলী (৪৮)। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী জানান, আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।