Home / সারাদেশ / ঢাকা বিভাগ / সেনাবাহিনীর উদ্দ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

সেনাবাহিনীর উদ্দ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

যমুনা নিউজ বিডিঃ  ফরিদপুরের পদ্মানদীর পাড়ের এলাকায় ধলার মোড়ের আশপাশের অঞ্চলে বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনী। নবম পদাতিকডিভিশনের ব্যবস্থাপনায় ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৮ বীর ফরিদপুর অঞ্চলে ঈদ উপহার বিতরণ করে। সেনাপ্রধানের পক্ষ হতে ফরিদপুরে বন্যা দূর্গত প্রায় ৫০০ জন লোকের মধ্যে ঈদ উপহার হিসেবে রান্না করা খাবার বিতরণ করাহয়। ক্যাপ্টেন সাকিফমু বাশ্বিও এর নের্তৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ফরিদপুরে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দেয়ায় বাংলাদেশ সেনাবা হিনীরপক্ষ থেকে বন্যাদূর্গত লোকজন কেসহায় তার জন্য সেনাপ্রধানের পক্ষহতে বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী সহায়তা প্রদান করা হচ্ছে। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৮ বীর ফরিদপুর জেলায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিও জন্য কাজ করে যাচ্ছে।

Check Also

শেখ কামাল ছিলেন অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী: মেয়র তাপস

যমুনা নিউজ বিডিঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com