Breaking News
Home / অন্যান্য / ‘সুশিক্ষা’ দিতে আইসোলেশনে পাঠানো হল ৫ টিয়াকে !

‘সুশিক্ষা’ দিতে আইসোলেশনে পাঠানো হল ৫ টিয়াকে !

যমুনা নিউজ বিডিঃ বড়-ছোট জ্ঞান নেই। সকলের সামনে গালিগালাজ। নোংরা কথা। পাঁচ বন্ধুকে নিয়ে নাজেহাল দশা অভিভাবকদের। অগত্যা তাদের প্রকৃত শিক্ষা দিতে ফের গুরুগৃহে পাঠালেন অভিভাবকরা। না কোনও ছেলে বা মেয়েকে নিয়ে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি তাদের অভিভাবকদের। বরং চিড়িয়াখানার পাঁচ টিয়াপাখির কার্যকলাপে অতিষ্ঠ কর্তৃপক্ষ।  এমনই অবাক করা ঘটনা ঘটেছে ইংল্যান্ডের এক চিড়িয়াখানায়। অভিযোগ, পাঁচটি টিয়া পাখি নাকি কোনও লোকজন মানে না। দর্শকদের সামনেও অশ্রাব্য ভাষায় কথা বলে। সব সময়ে নোংরা কথা তাদের মুখে। তাই তাদের শোধরাতে পাঠানো হল নতুন জায়গায়। খারাপ কথা সম্পূর্ণ ভুলে যেতে হবে তাদের। বদলে ভাল কথা শিখতে হবে, যতদিন না এটা হচ্ছে ততদিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাঁচ টিয়া আলাদা আলাদা থেকে কুকথা ভুলে ভদ্র, সভ্য করা হবে বলে খবর।

লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের পক্ষে জানানো হয়েছে, পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত চিড়িয়াখানার দর্শকদের সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাঁচ টিয়াকে আলাদা আলাদা পাঁচ জনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শকদের মুখোমুখি হতে দেওয়া হবে। পাঁচ টিয়ার নাম এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি। চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে, পাঁচটি টিয়া একসঙ্গে হলেই খারাপ ভাষায় কথা বলতে শুরু করে। এদিকে শিশুদের সামনে এসব বললে খারাপ প্রভাব পড়তে পারে। তাই তাদের সরিয়ে দেওযার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস জানিয়েছেন, “শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম।”

Check Also

সাপাহারে জান্নাত লেডিস কর্নার এর শুভ উদ্বোধন

হাফিজুল হকঃ নওগাঁর সাপাহারে এই প্রথম মহিলাদের জন্য জান্নাত লেডিস কর্নার এর শুভ উদ্বোধন এর …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com