Home / জাতীয় / সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখায় অভিযান : আটক ৪৩

সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখায় অভিযান : আটক ৪৩

যমুনা নিউজ বিডিঃ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখায় অভিযান চালিয়ে ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। আজ রবিবার দুপুরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় এফিডেভিট শাখার কর্মকর্তা-কর্মচারীর এর প্রতিবাদ করেন। পরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এসে অভিযান বন্ধ করেন। সম্প্রতি আইনজীবীরা এফিডেভিট শাখার কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগ দেন। তারই পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, আটককৃতদের কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে।

Check Also

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

যমুনা নিউজ বিডিঃ কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে বাংলাদেশে আজ একদিনের রাষ্ট্রীয় …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com