Home / সারাদেশ / সিলেট বিভাগ / সুনামগেঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার দিলেন জেলা প্রশাসক

সুনামগেঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার দিলেন জেলা প্রশাসক

যমুনা নিউজ বিডিঃ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সুনামগঞ্জসরকারি কলেজের আশ্রয়কেন্দ্রে এই খাবার  বিতরণ করা হয়। শুকনো খাবার বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলার ফয়জুননূর, সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু প্রমূখ। গৌরারং, রাধানগর, লক্ষণশ্রী গুচ্ছগ্রামের বন্যায় ঘরবন্ধি মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা। এদিকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং, রাধানগর, লক্ষণশ্রী গুচ্ছগ্রামের বন্যায় ঘরবন্ধি মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া। এ সময় তাদেরকে চিড়া, গুড়, বিস্কুট, মুড়ি, পানি বিশুদ্ধকরণ পাউডার, দিয়াশলাই, মোম, মাস্ক দেওয়া হয়।

Check Also

সিলেট-ঢাকা মহাসড়ক ৪ দিন বন্ধ

যমুনা নিউজ বিডিঃ সিলেট-ঢাকা মহাসড়ক ৪ দিনের জন্য যান চলাচল বন্ধ করা হয়েছে। শুক্রবার থেকেই …

%d bloggers like this:

Powered by themekiller.com