Home / সারাদেশ / সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খালে : নিখোঁজ ২১

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খালে : নিখোঁজ ২১

যমুনা নিউজ বিডিঃ সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় ২৫ যাত্রী নিয়ে খালে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২১ যাত্রী। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনো নিখোঁজ। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেটলক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।

Check Also

বগুড়ায় একদিনে করোনায় শনাক্ত ৪০

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ২০৬টি পরীক্ষায় ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৬২ জন। আর …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com