Home / তথ্যপ্রযুক্তি / সুজুকির নতুন জিক্সার বাইক

সুজুকির নতুন জিক্সার বাইক

যমুনা নিউজ বিডি ডেস্ক : ভারতে বিএস৬ ইঞ্জিনে এলো সুজুকির নতুন জিক্সার বাইক। এটি ২৫০ সিসির সিক্সার। একই সঙ্গে পাওয়া যাচ্ছে জিক্সার এসএফ ২৫০।

২৫০ সিসির জিক্সারের দাম ১.৬৩ লাখ রুপি। জিক্সার এসএফ ২৫০ এর দাম ১.৭৪ লাখ রুপি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন মোটরসাইকেল ডেলিভারি শুরু হবে। ইতিমধ্যেই ভারতে ৫০ শতাংশ ডিলারশিপে কাজ শুরু হয়েছে।

বিএস ৬ ভার্সনের বাইক দুটিতে রয়েছে ২৪৯ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ২৬ বিএইচপি শক্তি এবং ২২.২ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড ট্রান্সমিশন।

নতুন মোটরসাইকেলের লুকস ও ফিচারে কোন পরিবর্তন হচ্ছে না। এই দুই মোটরসাইকেলের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন থাকছে। দুটি মোটরসাইকেলেই ১৭ ইঞ্চি চাকা ব্যবহার করেছে জাপানের কোম্পানিটি। দুই চাকার সঙ্গেই ডিস্ক ব্রেক থাকছে।

Check Also

হুয়াওয়ে’র নতুন স্মার্টফোন ও স্মার্টওয়াচ

যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশসহ বৈশ্বিক বাজারে দারুণ সাফল্যের পর আবারও হুয়াওয়ের জনপ্রিয় নোভা ও ওয়াচ …

%d bloggers like this:

Powered by themekiller.com