Breaking News
Home / সারাদেশ / সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

যমুনা নিউজ বিডিঃ সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন এবং অটোরিকশার চালক ও তার সহকারী রয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওসমানীনগর উপজেলার সাদিপুরের ভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুজন মারা যান। এরপর হাসপাতালে আনার পথে দুজন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আরও দুজন মারা যান। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির পশ্চিম ব্রাহ্মণ গ্রামের কামরু মিয়ার দুই শিশুকন্যা খাদিজা (২) ও কারিমা (৪), কামরু মিয়ার বড় ভাই ফজলু মিয়ার শিশুকন্যা আরিফা (১২), মৌলভীবাজার সদর উপজেলার ভাদ্র গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী হামিদা (২৮), ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশা চালক জুনাইদ (২৮) ও একই গ্রামের ইউসুফ উল্যার ছেলে জাহাঙ্গীর মিয়া।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, এ পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। তবে আহত ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।

Check Also

বগুড়ায় নতুন আক্রান্ত ৩১, সুস্থ্য ২৩

 স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় গেল ২৪ ঘন্টায় নতুন করে ৩১জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২১৫ নমুনার ফলাফলে …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com