Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / সিরাজগঞ্জে সলঙ্গা থানার ওসির ৩ মেয়েসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জে সলঙ্গা থানার ওসির ৩ মেয়েসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত

যমুনা নিউজ বিডিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদার তিন মেয়েসহ ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া সলঙ্গা থানার দুই উপ-পরিদর্শক, দুইজন কনস্টেবলসহ আরেক জন আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তরা হলেন, সলঙ্গা থানার ওসি তাজুল হুদার তিন মেয়ে, একই থানার দুই উপ-পরিদর্শক, দুজন কনস্টেবলসহ আরেকজন। এর আগে গত ৪ জুন সলঙ্গা থানার ওসি ও একজন উপ-পরিদর্শকের শরীরে করোনা শনাক্ত হয়। হুমায়ুন কবির জানান, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর শনিবার ৯৩ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ৮ জনের পজেটিভ হলেও বাকি ৮৫ জনের রিপোর্ট নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। তিনি আরও বলেন, জেলায় আক্রান্তদের মধ্যে ৩২ জন পুলিশ সদস্য রয়েছে। এ পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ মোট ১৪ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত ২ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৯৩৫ নমুনা রিপোর্ট এসেছে।

Check Also

শিবগঞ্জে বিট পুলিশিং সংক্রান্তে মত বিনিময় সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে পৌর মিলনায়তনে বিট পুলিশিং সংক্রান্তে …

%d bloggers like this:

Powered by themekiller.com