Breaking News
Home / সারাদেশ / সিরাজগঞ্জে আক্রান্ত ওসির তিন মেয়ের করোনা শনাক্ত

সিরাজগঞ্জে আক্রান্ত ওসির তিন মেয়ের করোনা শনাক্ত

যমুনা নিউজ বিডিঃ করোনা আক্রান্ত সিরাজগঞ্জের সলঙ্গা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদার তিন
মেয়ের শরীরেও এ ভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া সলঙ্গা থানার দুই উপ-পরিদর্শক, দুজন কনস্টেবল
ও একজন নারী কনস্টেবলের স্বামীও আক্রান্ত
হয়েছেন।
শনিবার (০৬ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন
কবির।
তিনি বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল
কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর শনিবার ৯৩
জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ৮
জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ৮৫
জনের রিপোর্ট নেগেটিভ।
নতুন আক্রান্তরা হলেন, সলঙ্গা থানার ওসি তাজুল হুদার তিন
মেয়ে, একই থানার দুই উপ-পরিদর্শক, দুজন
কনস্টেবল, একজন নারী কনস্টেবলের স্বামী।
এর আগে গত ৪ জুন সলঙ্গা থানার ওসি ও একজন উপ-
পরিদর্শকের শরীরে করোনা শনাক্ত হয়।
তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় মোট করোনা
আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। এর মধ্যে
পুলিশ সদস্য রয়েছে ৩২ জন। এ পর্যন্ত তিন পুলিশ
সদস্যসহ মোট ১৪ জন সুস্থ হয়েছেন। তবে নতুন
করে কেউ সুস্থ হননি। জেলায় এ পর্যন্ত ২ হাজার
৫৭৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর
মধ্যে ১ হাজার ৯৩৫ নমুনা রিপোর্ট এসেছে।

Check Also

করোনায় মারা গেলেন সেই সাহেদের বাবা

যমুনা নিিউজ বিডিঃ করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, প্রতারণা ও প্রভাব বিস্তার করে দেশজুড়ে আলোচনায় …

%d bloggers like this:

Powered by themekiller.com