Home / বিনোদন / সালমানের নতুন সিনেমার পরিচালক বানসালি

সালমানের নতুন সিনেমার পরিচালক বানসালি

 যমুনা নিউজ বিডি ডেস্ক : সফলতার তুঙ্গে এখন সালমান খান। ক্যারিয়ারের এই সময়ে এসে টানা অ্যাকশন নির্ভর সিনেমায় অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান। আনন্দ দিচ্ছেন দর্শকদের। কিন্তু এবার মনে হচ্ছে অ্যাকশন পরিবর্তন করবেন সালমান। কারণ তিনি অভিনয় করতে যাচ্ছেন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমায়। সালমান ও বানসালির ঘনিষ্ট সূত্র জানিয়েছে সিনেমার নাম হতে পারে ‘ইনশাল্লাহ’।

ভারতীয় সিনেমা ব্যবসায়ীদের সূত্র বলছে, সম্প্রতি বানসালি ‘ইনশাল্লাহ’ নামটি ভারতীয় মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনে (ইম্পা) তালিকাভুক্ত করেছেন। আর এই সিনেমায় পরিচালক সালমানকে নেয়ার চেষ্টাই করছেন। চিত্রনাট্য চূড়ান্ত করতে আরও ছয় মাস লাগবে বলে জানিয়েছেন তারা।

সিনেমার শুটিং শুরু হতে পারে ২০১৯ সাল থেকে। সালমান ২০১৯ সালের ঈদে মুক্তি দেবে ‘ভারত’ ছবিটি। তার পরেই শুরু হতে পারে ‘ইনশাল্লাহ’ সিনেমার শুটিং। সব কিছু ঠিক থাকলে ২০২০ সালের ঈদে মুক্তি দেয়া হবে সালমান-বানসালি জুটির নতুন এই সিনেমা।

Check Also

পুরনো দৃশ্য নতুন করে

যমুনা নিউজ বিডি ঃ বলিউডের অন্যতম চৌকস অভিনেত্রী বলা হয় তাঁকে। শাহরুখ খান হোক বা …

Powered by themekiller.com