Breaking News
Home / ইতিহাস ও ঐতিহ্য / সালবার্ড গ্লোবাল সিড ভল্ট

সালবার্ড গ্লোবাল সিড ভল্ট

যমুনা নিউজ বিডি ঃ নর্থ পোল থেকে ১৩ শো কিলোমিটার দক্ষিণে রয়েছে এই রক্ষণাগার। এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদের বীজ সংরক্ষিত রয়েছে। কোনো ধরনের দুর্যোগপূর্ণ মুহূর্তে প্রয়োজনে এখান থেকে বীজ নিয়ে নতুন করে উদ্ভিদ বা ফসলের আবাদ হবে। এখানে আচে ১০ লাখ বীজ। সেখানে কেউ যেতে পারে না।

মেট্রো ২ 
রাশিয়ার পাতালে গোপন এক স্থান এটি। মেট্রো ২ পাতালের এক ব্যবস্থা যা গড়ে তোলা হয় মস্কোর অফিসিয়াল পাতালব্যবস্থার পাশাপাশি। স্ট্যালিনের সময় এটা বানানো হয়। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও প্রশাসনিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে এটা বানানো হয়েছিল। সেখানে যে সাধারণ কেউ যেতে পারবে না তা অতি স্বাভাবিক বিষয়।

নর্থ ব্রাদার আইল্যান্ড 
নিউ ইয়র্কের এই স্থানটি পৃথিবীর নিষিদ্ধ স্থানগুলোর একটি। এর রয়েছে এক ভয়াল ইতিহাস। আমেরিকায় প্রথমবারের মতো টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব ঘটলে আক্রান্তদের চিকিৎসার জন্যে এখানে হাসপাতাল গড়ে তোলা হয়। তখন থেকেই এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এ সুযোগে সেখানে অবশ্য প্রচুর পাখি বাসা বেঁধেছে।
সূত্র : ইন্ডিয়া টাইমস

Check Also

মুসলিম সভ্যতার নিদর্শন ক্লক টাওয়ার!

যমুনা নিউজ বিডি: ওসমানি শাসকদের কীর্তি-ফিরিস্তি বেশ সমৃদ্ধ। বলকান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত তারা বহু …

Powered by themekiller.com