Home / জাতীয় / সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা

সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা

যমুনা নিউজ বিডি ঃ আগামী চব্বিশ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী বয়ে যেতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর একথা জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Check Also

১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার

যমুনা নিউজ বিডি ঃ রাজধানীতে চোরাই মোটরসাইকেল উদ্ধরসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা …

Powered by themekiller.com