Home / রাজনীতি / সারাদেশে বিএনপির সমাবেশ আগামীকাল

সারাদেশে বিএনপির সমাবেশ আগামীকাল

যমুনা নিউজ বিডি ঃ দুর্নীতি মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আগামীকাল সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে বিএনপি।

আজ রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রিজভী বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আগামীকাল ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা করছি। ঢাকার সমাবেশটি দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

গাজীপুর ও খুলনায় সিটি করপোরেশন নির্বাচনের কারণে মহানগর দুটিতে সমাবেশ হবে না বলে জানান রিজভী।

এ সময় যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Check Also

খালেদার শারীরিক অবস্থা নিয়ে নোঙরা রাজনীতি করছে বিএনপি

যমুনা নিউজ বিডি ঃ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যে নোঙরা রাজনীতি করে সেটা …

Powered by themekiller.com