Home / সারাদেশ / খুলনা বিভাগ / সাতক্ষীরার ফিরিঙ্গি চরে ৪ হাজার কেজি ইলিশসহ ২৫ জেলে আটক

সাতক্ষীরার ফিরিঙ্গি চরে ৪ হাজার কেজি ইলিশসহ ২৫ জেলে আটক

যমুনা নিউজ বিডিঃ  সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফিরিঙ্গি চরে আশ্রয় নেওয়া দুটি ফিশিং ট্রলারে ২৫ জেলে ও ৪ হাজার কেজি ইলিশ মাছ আটক করেছে বন কর্মকর্তারা।

সুন্দরবনে মাছ ধরারত জেলেরা জানান, গভীর সমুদ্রে নি¤œচাপ সৃষ্টি হওয়ায় একদল ইলিশ মাছ ধরারত জেলে ২টি ফিশিং ট্রলার নিয়ে সাতক্ষীরা রেঞ্জের ফিরিঙ্গি চরে আশ্রয় নেয়। গত শুক্রবার বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার আক্তারুজ্জামান গোপনে খবর পেয়ে দোবেকী ফাঁড়ী কর্মকর্তাকে সাথে নিয়ে ফিরিঙ্গি চর থেকে ২টি ফিশিং ট্রলার, ২৫ জেলে ও ৪ হাজার কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

আটককৃত ২৫ জেলেকে আদালতে সোপর্দ করলেও ৪ হাজার কেজি ইলিশ মাছ জমা না দেওয়ার অভিযোগ হয়েছে। এ ব্যাপারে বুড়ি গোয়ালিনী স্টেশন অফিসার আক্তারুজ্জামানের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভি করেননি।

Check Also

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ সোমবার ১০ আগস্ট বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সন্মেলনে কক্ষে বগুড়া জেলার নবাগত …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com