শেরপুর প্রতিনিধি:বগুড়ার শেরপুরে সরকারি কলেজ চত্ত্বরে শনিবার দুপুর ২টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাবিবর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুস সাত্তার, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল হক, পৌর কাউন্সিলর নাজমুল আলম খোকন।আহসান হাবীব আম্বীয়া,নাজমুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ আল মাহমুদ কমল। শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
