Breaking News
Home / খেলাধুলা / শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

যমুনা নিউজ বিডিঃ  স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই। এমন তথ্য জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। সূচি অনুযায়ী তিন টেস্টের এই সিরিজটি হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে। কিন্তু করোনার কারণে দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতে সিরিজটি পেছানোর সিদ্ধান্ত হয় জুন মাসে। মহামারি পরিস্থিতিতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া যাবে না ভেবেই সিরিজটি পেছানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সম্প্রতি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণায় বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে বড় একটা শূন্যস্থানই তৈরি হয়ে গেছে। সে জন্য বিসিবি চাইছে করোনা-বিরতির পর শ্রীলঙ্কাকে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে। তাই ওই সিরিজে সীমিত ওভারের ম্যাচও যুক্ত করতে চাইছে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপরাশেন্স বিভাগের প্রধান আকরাম খানও বললেন সেই কথা, ‘আশা করছি, তিন-চারদিনের মধ্যে শ্রীলঙ্কা সফরের সব কিছু চূড়ান্ত করতে পারবো। আগে শুধু তিনটি টেস্ট খেলার কথা ছিল। এখন আমরা সিরিজে আরও কিছু ম্যাচ যোগ করার কথা ভাবছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়াতেই নতুন এই ভাবনাটি আলোচনায় স্থান পেয়েছে।’ সিরিজের আগে অবশ্য কিছু প্রস্তুতি ম্যাচের কথাও ভাবছে বিসিবি। কারণ ক্রিকেটাররা খেলার মাঝে নেই দীর্ঘদিন। তাদের ছন্দে ফেরাতেই এই ব্যবস্থার কথা বলেছেন আকরাম, ‘ছেলেদের আরও বেশি প্রস্তুতি ম্যাচ খেলানো যায় কিনা, সেটা আমরা ভাবছি। কারণ ছেলেরা সব ধরনের ক্রিকেট থেকেই দূরে আছে। তাই হাতে সময় রেখে সেখানে যেতে চাই।’

Check Also

বার্সেলোনার সহজ জয়

যমুনা নিউজ বিডিঃ স্প্যানিশ লা লিগায় যেমন তেমন, উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের শুরুটা দুর্দান্ত …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com