Home / রাজনীতি / শ্বাসকষ্ট বাড়ায় ভেন্টিলেশনে রফিকুল ইসলাম মিয়া

শ্বাসকষ্ট বাড়ায় ভেন্টিলেশনে রফিকুল ইসলাম মিয়া

যমুনা নিউজ বিডিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত রবিবার রাত ১০টার দিকে তাকে আবারো ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। অবস্থা অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে তিনি নিওরোলোজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাই এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
এ তথ্য জানিয়েছেন রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মোকসেদুর রহমান আবীর। আজ সোমবার বিকালে আবির জানান, স্যারের অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সহধর্মিনী অধ্যাপক শাহেদা রফিক।

Check Also

হেফাজতের নেতৃত্ব নিয়ে যা বললেন হাছান মাহমুদ

যমুনা নিউজ বিডিঃ হেফাজতে ইসলামের নেতৃত্ব নিয়ে যে সংকট দেখা দিয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলটিতে, সেটি …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com