Breaking News
Home / সারাদেশ / বগুড়া / শেরপুরে বাসচাপায় প্রাইভেট কার চালকের মর্মান্তিক মৃত্যু

শেরপুরে বাসচাপায় প্রাইভেট কার চালকের মর্মান্তিক মৃত্যু

যমুনা নিউজ বিডি ঃ বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় এক প্রাইভেটকার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. সাইফুল ইসলাম (৩৬)। তিনি পঞ্চগর জেলার বোদা উপজেলা সদরের মৃত তবিবুর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার (১৩জুন) সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজরোড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) কাজল নন্দী এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি মহাসড়কের উক্ত স্থানে পৌঁছলে হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে কারটি পাশে দাঁড় করিয়ে চালক সাইফুল ইসলাম মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে মহাসড়ক পারাপারকালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

Check Also

মুক্তিপণের দাবিতে অপহৃত নারী উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

যমুনা নিউজ বিডি:  মুক্তিপণের দাবিতে রাজশাহীর দুর্গাপুর থেকে অপহৃত এক নারীকে গাজীপুরের মৌচাক থেকে উদ্ধার করেছে …

Powered by themekiller.com