Home / সারাদেশ / বগুড়া / শিশু হুমায়রা মৃত্যুর জন্য দায়ী চিকিৎসক সহ সকলের শাস্তির দাবীতে বগুড়ায় সমাবেশ ও মানববন্ধন

শিশু হুমায়রা মৃত্যুর জন্য দায়ী চিকিৎসক সহ সকলের শাস্তির দাবীতে বগুড়ায় সমাবেশ ও মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার ঃ বগুড়া শহরের ক্লিনিকে শিশু হুমায়রার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসক সহ সকলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সমাবেশ করেছে জেলা যুব ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল ১১টায় যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান ঝিলাম। সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু’র সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভাষাসৈনিক মাহফুজুল হক দুলু, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজ আহম্মেদ, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা কমিটির সম্পাদক লিয়াকত আলী কাক্ক, যুব জোট বগুড়া জেলা কমিটির সভাপতি মামুন, সুজন জেলা কমিটির সাংগঠনি সম্পাদক আব্দুল লতিফ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ, সরকারি আজিজুল হক কলেজ সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন যুব ইউনিয়ন নেতা শুভ শংকর গুহরায়, সৈয়দ তোহেব্বুল আলম সবুজ, যুথি রানী দাস, শফিকুল হক পলাশ, সুকুমল চন্দ্র দাস, বিজয় সাহা।
বক্তারা বলেন, ৮এপ্রিল বগুড়া শহরের মালেকা ক্লিনিকে শিশু হুমায়রার টনসিল অপারেশনে মৃত্যু হয়। বগুড়া মোহাম্মদ আলী সরকারি হাসপাতাল ও মেডিকেল হাসপাতালগামী সাধারণ চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ক্লিনিক মালিক ও চিকিৎসক গণ দালালদের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে নিরীহ রোগীদের ক্লিনিকে এনে সর্বশান্ত করেছে। অবিলম্বে প্রশাসনের নিকট দালাল ও অতি মুনাফালোভী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানায়। শিশু হুমায়রার মৃত্যু ঘটনায় টনসিল অপারেশনে এ্যানেস্থাথিশিয়া চিকিৎসক ও অপারেশন চিকিৎসক সহ জড়িত সকল কে গ্রেফতারের জোড় দাবি ও দৃষ্ঠান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

Check Also

বগুড়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানব বন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার আয়োজনে মঙ্গলবার শহরের সাতমাথায় মানব বন্ধন কর্মসূচী …

Powered by themekiller.com