Home / সারাদেশ / বগুড়া / শিক্ষা প্রতিষ্ঠানে লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের উদ্যোগে বৃক্ষরোপন

শিক্ষা প্রতিষ্ঠানে লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের উদ্যোগে বৃক্ষরোপনমঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গনে ‘লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের চাটার্ড প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আতিকুর রহমান মিঠু।
বৃক্ষ রোপনকালে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস) লায়ন এম.এ মান্নান, লায়ন্স ক্লাব অব বগুড়ার মহাস্থান’র সেক্রেটারী জিল্লুর রহমান শামীম, ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম কাজল, মঞ্জুর আলম, ট্রেজারার রবিউল আলম অশ্রু, ডিরেক্টর শাহান বারী, টেমার গোলাম রায়হান শরীফ, মেম্বার আব্দুল খালেক, জাকিউল হক জীবন, শেখ মাসুকুর রহমান শিহাব প্রমুখ।

মাননীয় গর্ভণর কামরুন নাহার পিএমজেএফ, জেলা ৩১৫ এ২ এর  “জ্ঞানেই মুক্তি” স্লোগানে কার্যক্রমের অংশ বৃক্ষরোপন কর্মসূচি।
বগুড়া জিলা স্কুল সহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। – খবর বিজ্ঞপ্তী

Check Also

সুদের টাকা দিতে না পারায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঋণের সুদ দিতে না পারায় সোমা রানী দাস নামের এক গৃহবধূকে …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com