Home / নারী ও শিশু / শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

যমুনা নিউজ বিডি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ এলাকা অতিক্রম করার সময় ওই নারী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Check Also

নির্মাণের পাঁচ বছরেই ফায়ার সার্ভিস ভবন ঝুঁকিপূর্ণ

যমুনা নিউজ বিডি ঃ দুর্যোগ আর দুর্ঘটনায় যারা জীবনের ঝুঁকি নিয়ে সেবার হাত বাড়িয়ে মানুষের …

Powered by themekiller.com