Home / সারাদেশ / শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা

যমুনা নিউজ বিডিঃ  বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনা দূর্যোগের মধ্যেও প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা। আর মাত্র ক’দিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। হিন্দু সম্প্রদায়ের দেবী দূর্গা এবার দোলায় আগমন এবং গজে গমন করবেন। এ বছর শিবগঞ্জ উপজেলায় প্রায় ৫৩ টি পূজা মন্ডপে পূঁজা অর্চনা হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটি।
উপজেলা পূজা উদযাপন কমিটি ইতোমধ্যে পূজা উদযাপনের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভানের কারণে পূজা মন্ডপগুলোতে সাজসজ্জা করা হবে না। সাদা সিধে ভাবে পূজা পালন করা হবে। এ বছর করোনার কারণে পূজামন্ডপে স্বাস্থ্য বিধি মানার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে। উপজেলার পূজামন্ডপ গুলো ঘরে দেখে গেছে, মন্ডপ গুলোতে উৎসবের ছোয়া লেগেছে, বিরামহীন ভাবে প্রতিমা তৈরীর কাজ করেছেন প্রতিমা কারিগররা। উপজেলার সাদুল্যাপুর গ্রামের মৃত অজিত মহন্তের ছেলে শ্রী হারাধন মহন্ত বলেন, ত্রিশ বছর ধরে এ পেশার সাথে যুক্ত আছি, বাবা-ঠাকুরদা সকলেই প্রতিমা তৈরী পেশায় যুক্ত ছিলেন। এ ব্যাপারে উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু বলেন, করোনা ভাইরাসের কারণে এবছর পূজা মন্ডপ গুলোতে কোন সাজসজ্জা করা হবেনা।

Check Also

শিবগঞ্জে জনতা কর্তৃক ১০ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল আটক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার হত দরিদ্রদের ১০ টাকা কেজি মূল্যের চাল ডিলার কর্তৃক …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com