Home / নারী ও শিশু / লক্ষ্মীপুরে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

লক্ষ্মীপুরে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

যমুনা নিউজ বিডি ঃ লক্ষ্মীপুরে দ্রুতগামী বাসচাপায় অজ্ঞাত মধ্য বয়সী নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুন) বিকেলে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার মান্দারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে রাত ৮টা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় দ্রুতগামী ইকোনো সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত ওই নারীকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Check Also

কুমিল্লার চলন্ত সিএনজিতে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, নিহত ৪

যমুনা নিউজ বিডি ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে …

Powered by themekiller.com